ঘরেই তৈরি করুন চাইনিজ ভেজিটেবল

 


https://youtu.be/SWhktgL0hsU


চাইনিজ ভেজিটেবল খেতে মজা ও পুষ্টিকর। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা রেস্টুরেন্টে গিয়ে আমরা এই চাইনিজ ভেজিটেবল খাই। আমরা যদি বাসায় মনোরম পরিবেশে এটি তৈরি করতে পারি তবে নিশ্চয়ই রেস্টুরেন্টের চেয়ে ভালো ও স্বাস্থ্যকর হবে। তাই আজ আপনাদের জন্য রয়েছে মজাদার চাইনিজ ভেজিটেবল রান্না করার রেসিপি। তাহলে দেখে নিন রেসিপিটি।

উপকরনঃ

ফুলকপি পরিমান মত 

বরবটি পরিমান মত (লম্বা, বাঁকা করে কাটা)

গাজর মাঝারি সাইজ  (২-৩টা, বাঁকা করে কাটা)

পেঁপে মাঝারি সাইজ পরিমান মত

বাঁধাকপি পরিমান মত

ক্যাপসিকাম পরিমান মত (লম্বা চিকন করে কাটা)

গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া ২ টেবিল চামচ

চিনি আধাটেবিল চামচ

চিকেনের বুকের মাংস

কাঁচামরিচ ৭-৮টা

টক দই এক কাপ

আদা ও রসুন বাটা পরিমান মত

পেঁয়াজ পরিমান মত (একটা পেঁয়াজ চারটা করে কাটা)।

প্রস্তুতপ্রনালি দেখতে লিঙ্কে ক্লিক করুন https://youtu.be/SWhktgL0hsU

Comments

Popular posts from this blog

আলু দিয়ে দেশি মুরগির ঝাল কারী, Homemade chicken curry with potatoes

নিঝুম মনপুরা ভ্রমন

খাসির রেজালা ll Eid Special Rezala ll ঈদ স্পেশাল ll Mutton recipe