Skip to main content

চকোলেট কেক ll চুলায় তৈরি চকোলেট কেক ll কেক তৈরীর সহজ রেসিপি

 

এবার বাড়িতে চুলাতেই বানিয়ে ফেলুন চকলেট কেক (chocolate cake)। অনেকে ওভেনের তুলনায় চুলাতেই কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন। তারা এটা ট্রাই করতে পারেন।

https://youtu.be/RcukCZMaBwU


Ingredients

  • চকলেট কেকের জন্য
  • ডিমঃ ২ টি
  • গুঁড়া দুধঃ ১ কাপ
  • ময়দাঃ দেড় কাপ
  • চিনিঃ ১ কাপ
  • বেকিং পাউডারঃ ২ চা চামচ
  • তেলঃ ১ কাপের একটু কম (ঘিও দেওয়া যেতে পারে)
  • কোকো পাউডারঃ ৪ চা চামচ
  • চকলেট সিরাপের জন্য
  • কোকো পাউডারঃ ৪ চা চামচ
  • তরল দুধঃ ১ চা চামচ
  • চিনিঃ ১ চা চামচ
  • তেলঃ ১ চা চামচ
  • কফি পাউডারঃ ২ চামচ (না দিলে সমস্যা নাই)

Steps

  •  Step 1

    প্রথমে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  •  Step 2

    ডিম ফোম হলে সাথে চিনি দিয়ে আবার ফেটাতে হবে।

  •  Step 3

    চিনি মিশে গেলে এইবার তেল দিয়ে মিশাতে হবে।

  •  Step 4

    এইবার ময়দা,বেকিং পউডার,দুধ ও কোকো পাউডার চালুনি দিয়ে চেলে আগের মিশ্রনের সাথে মিশাতে হবে।
    ভালো করে বিট করতে হবে।

  •  Step 5

    মিশ্রনটি ভালো করে মিশে গেলে কেক বেক করার পাএে তেল অথবা ঘি ব্রাশ করে কেকের মিশ্রনটি ঢেলে দিতে হবে।

  •  Step 6

    এর পর একটু বড পাতিলে স্টেন বসিয়ে কেকের পাএটি বসাতে হবে।
    উপরে কিছু দিয়ে ঢ়েকে দিতে হবে যারে ভাপ বের না হয়।

  •  Step 7

    ৩০/৪০ মিনিট অপেক্ষা করিন।

  •  Step 8

    কেক হয়েছে কি না চেক করার জন্য ছুরি দিয়ে দেখুন।

    উপরে চকলেট সিরাপ দিয়ে দিতে হবে।

  • চকলেট সিরাপ তৈরি
  •  Step 1

    উপরের সব উপকরন এক সাথে একটি পাতিলে নিয়ে হাল্কা মিক্স করে চুলায় বসিয়ে দিন।
    নাডুন।

  •  Step 2

    চকলেট গলে ঘন হলে নামিয়ে কেক এর উপরে দিয়ে দিন।

Comments

Popular posts from this blog

Readers School and College Study Tour 2025

আলু দিয়ে মুরগির ঝোল

ভাপা পিঠা তৈরির সহজ রেসিপি