পাউরুটি দিয়ে মালাই রোল ll Easy Malai roll recipe ll Easy Dessert recipe at home


Youtube Video Link

শেষ পাতে মিষ্টি খাওয়ার অভ্যাস বাঙালির বহু পুরনো। এখন অনেকেই বাজার থেকে কিনে আনার বদলে ঘরেই তৈরি করেন সুস্বাদু সব মিষ্টি। তেমনই মালাই রোল খেতে চাইলে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

  1. ১২ স্লাইস পাউরুটি      
  2. ৫ কাপ দুধ
  3. ১/২ কাপ গুঁড়ো দুধ
  4. ১/৪ কাপ কনডেন্সড মিল্ক
  5. ১/৪ কাপ চিনি
  6. ১২টা চেরি
  7. প্রয়োজন অনুযায়ী কেশর

  8. প্রণালি : একটু পানি বা দুধের সাথে হলুদ ফুড কালার মিশিয়ে নিতে হবে। তারপর হলুদ লিকুইডটুকু মাওয়ার সাথে মিশিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। ফুড কালার অপসোনাল, নাও দিতে পারেন। মাওয়াটা ঘরেও বানাতে পারেন আবার বাজার থেকে কিনে আনতেও পারেন। ডো থেকে লেচি নিয়ে ল্যাংচার মতো করে গড়ে নিতে হবে। ছুরি দিয়ে পাউরুটির স্লাইসের চারপাশ কেটে নিতে হবে। কেটে রাখা ব্রেডগুলোকে একটু বেলে নিতে হবে। ব্রেডের এক ধারে মাওয়ার ল্যাংচা রেখে রোল করতে হবে। একটি সারভিং প্লেটে ব্রেড রোলগুলোকে রাখতে হবে। একটি প্যানে দুধ, চিনি, পাউডার মিল্ক, এলাচ দিয়ে মাঝারি ঘনত্বের একটি মালাই বানিয়ে নিতে হবে।

খেয়াল রাখতে হবে: তরল দুধ বেশি ঘন করে ফেললে পাউরুটির ভেতর ঢুকবে না।



Comments

Popular posts from this blog

Readers School and College Study Tour 2025

আলু দিয়ে মুরগির ঝোল

ভাপা পিঠা তৈরির সহজ রেসিপি